অবতক খবর,সংবাদদাতা,উত্তর দিনাজপুর,২৭মে:: উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাসপাড়া অঞ্চলের বালা বাড়ি এলাকায় বনদপ্তরের ৫০ একর জমি জবরদখল করে চা বাগান লাগানোকে কেন্দ্র করে স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে। গ্রামবাসীদের অভিযোগ বনদপ্তর দীর্ঘদিনের পুরাতন বড় বড় গাছ কেটে নিয়ে গিয়ে চা বাগান লাগানোর অভিযোগ, অভিযোগের তীর চোপড়া ব্লকের তৃণমূল ক্ষেতমজুর সংগঠনের সভাপতি শংকর বৈদ্যর বিরুদ্ধে।
এ ব্যাপারে তৃণমূল নেতা সংকর বৈদ্যের কাছে জানতে চাইলে, তিনি এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন,তিনি আরো বলেন যারা অভিযোগ করছেন তারা আমার এলাকার লোক নয়,তারা বিভ্রান্তি ছড়ানোর জন্য এই ধরনের কাজ করছে,আমি দোষী হলে বিষয়টি দেখার জন্য আইন রয়েছে, অন্যদিকে গ্রামবাসীদের আরো একটি অভিযোগ, এই বিষয়ে চোপড়া বনদপ্তরকে বারংবার জানানো হলেও এখনো কোনো সুরাহা হয়নি, এ ব্যাপারে চোপড়া বনদপ্তর আধিকারিক এর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন বন্ধ অবস্থায় ছিল।