অবতক খবর , সম্পা ভট্টাচার্য : জলপাইগুড়ি :- বেশ কিছুদিন ধরেই চাবাগান এলাকায় ত্রাস সৃষ্টি করেছিল একটি পূর্নবয়স্ক স্ত্রী চিতাবাঘ। অবশেষে বনদপ্তরের পাতা খাঁচায় বন্দী হল ত্রাস সৃষ্টিকারী চিতাবাঘ।ঘটনাটি ঘটেছে মেটেলী ব্লকের ইনডং চা বাগানে। জানা গেছে, পাশের চাপড়ামারী জঙ্গল থেকে চিতাবাঘটি প্রায় প্রতিদিন রাত্রে ইনডং চাবাগানের বিভিন্ন এলাকায় হানা দিচ্ছিল। খেয়ে ফেলছিল হাস, মুরগী ছাগল।এমনকি গরুও টেনে নিয়ে চলে যেত জঙ্গলে। চিতাবাঘটির অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাবাগান কর্তৃপক্ষ জানায় খুনিয়া বনদপ্তরকে। বনদপ্তর গত বুধবার বাগানে খাঁচা পাতে। শুক্রবার গভীর রাতে বন্দী হয় চিতাবাঘটি।

গভীর রাতে চিতাবাঘের গর্জন শুনে চাবাগানের শ্রমিকরা বনদপ্তরে খবর দেয়। খবর পেয়ে রাতেই খুনিয়া স্কোয়াডের কর্মীরা চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়।খুনিয়া বন দপ্তরের রেঞ্জার রাজকুমার লায়েক জানান খবর পাওয়া মাত্র ইনডং চা বাগানে গিয়ে খাঁচা সমেত চিতাবাঘটিকে নিয়ে যাওয়া হয় লাটাগুড়ী প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে। শনিবার চিতাবাঘটির স্বাস্থ্য পরীক্ষা করে পড়ে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।