অবতক খবর,৪ জানুয়ারিঃ প্রথমে মালদহ আজ আবার নিউ জলপাইগুড়ি! ২৪ ঘণ্টার মধ্যেই দ্বিতিয়বার আবার বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার অভিযোগ উঠল।

সুত্রের খবর মঙ্গলবার দুপুর ১টা ২০ নাগাদ নিউ জলপাইগুড়িগামী ট্রেনটিতে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে কারশেড এলাকায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ।

আর পি এফ সূত্রে খবর , পাথরের আঘাতে বন্দে ভারত এক্সপ্রেসের সি-৩ এবং সি-৬ কামরার জানলার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস মালদহ টাউন স্টেশনে ঢোকার পরে কাচের চিড় নজরে আসে। এ বিষয়ে আরপিএফের সামসি পোস্টে একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে আরপিএফ সূত্রে খবর।

যদিও রেলের তরফে এখনও পাথর হামলার কথা স্বীকার করা হয়নি। পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী মঙ্গলবার রাতে বলেছেন, ‘‘এ বিষয়ে এখনও আমার কিছু জানা নেই।’’