অবতক খবর,২২ জানুয়ারি,নদীয়া:- নদীয়ার পাগলা চণ্ডী এলাকার কালিগঞ্জ থানার পানিঘাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাধাকান্তপুর সহ বেশ কয়েকটি গ্রামে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন এলাকার সাধারণ মানুষ । গ্রামে রয়েছে জলের ট্যাংকি রয়েছে কল ।
কিন্তু সেই ট্যাংকি থেকে পৌঁছচ্ছে না বেশ কিছু এলাকায় পানীয় জল । এলাকার সাধারণ মানুষের বক্তব্য । দীর্ঘ দুই তিন বছর ধরে পানীয় জল সরবরাহ বন্ধ করে রাখা হয়েছে । আর সেই সমস্ত কলের চারপাশে ময়লা আবর্জনা জমেছে এমনকি টাইম কলের চারিপাশে ময়লা-আবর্জনার ভর্তি কোথাও কোথাও টাইম কল আছে সেটা বোঝার উপায় নেই । আর সেই কারণেই সংবাদমাধ্যমের সামনে জল চাই এমনই দাবি নিয়ে বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা । সাধারণ মানুষের দাবি যেহেতু দীর্ঘদিন ধরে জল সরবরাহ বন্ধ করে রাখা হয়েছে , সেই কারণে সাধারণ মানুষ কেউ ব্যবহার করতে পারেন না । তার ফলে জমেছে মাটির স্তুপ এবং ময়লা আবর্জনা ।
তবে গ্রামে জল সরবরাহ বন্ধ তাই জলের বিকল্প ব্যবস্থা হিসেবে কেনা জলের উপর ভরসা করে রয়েছেন । তাদের আরও দাবি মাঝেমধ্যে যদি জলের গাড়ি না আসে তখন পুকুরের জল ব্যবহার করতে হয় । আর যাদের জল কেনার সামর্থ্য নেই । তাই তাদের বিকল্প ব্যবস্থা হিসেবে পুকুরের নোংরা জল ব্যবহার করে দিনযাপন করেন । আর পুকুরের জল ব্যবহার করার ফলে সাধারণ মানুষের বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয় এমনটাই দাবি গ্রামের বাসিন্দাদের একাংশের । গ্রাম বাসীরা জানান একপ্রকার বাধ্য হয়েই পুকুরের জল তারা ব্যবহার করেন । তবে গ্রামের সাধারণ মানুষদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি ।
উপরন্তু অভিযোগ জানাতে গেলে তাদের অভিযোগ নিলেও তাদের কোন রিসিভ কপি দেওয়া হয়নি এমনটাই জানিয়েছেন গ্রামের সাধারণ মানুষ । তাদের বক্তব্য গ্রামে কল তো আছে কিন্তু জল নেই দীর্ঘ দিন ধরে । আর তার ফলেই পানীয় জলের সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ । তবে এই বিষয়টি পানিঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান আহসান আলি মোল্লা তিনি একপ্রকার এই অভিযোগ স্বীকার করে নিলেন । তাঁর বক্তব্য এই সমস্যা দীর্ঘদিন ধরেই হয়ে আসছে । কারণ এলাকার জল সরবরাহের জন্য যেই ট্যাংকি রয়েছে ওভারলোড এর কারণে সেখান থেকে সরবরাহ করা সম্ভব হচ্ছে না । সেই জন্য তিনি বিকল্প পরিকল্পনা তৈরি করছেন । তবে আর কত দিনে এই সমস্যার সম্মুখীন হবেন গ্রামের সাধারণ মানুষ গুলো প্রশ্নটা থেকেই যাচ্ছে ।