অবতক খবর,১ ডিসেম্বরঃ বরানগর NILDতে গত দুদিন সম্পূর্ণভাবে বন্ধ ছিল রোগী পরিষেবা প্রসঙ্গত প্রিয় রঞ্জন সিং নামের দ্বিতীয় বর্ষের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুরু হয়েছে উত্তেজনার। এরপরেই প্রিয় রঞ্জনের সহপাঠীরা বিভিন্ন দাবি দাবা নিয়ে ক্যাম্পাসের গেটের তালা বন্ধ করে বিক্ষোভ দেখায় তারা ফলে দূর দূরান্ত থেকে আসা রোগী বা তার পরিজনেরা তীব্র হেনস্তার শিকার হয়। গতকাল রাতে বিক্ষোভ আন্দোলন প্রত্যাহার করে ছাত্রছাত্রীরা এরপরেই আজ আসরে যাবে তৃণমূল নেতৃত্ব কলেজ ক্যাম্পাসে গেটের সামনে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখায় তারা এরপর সমস্ত ডিরেক্টর মাহান্তের হাতে তুলে দেয় স্মারকলিপি।
আজকের এই বিক্ষোভ ও ডেপুটেশন প্রসঙ্গে তৃণমূল নেতা রামকৃষ্ণ পাল বলেন কোন পরিস্থিতিতেই এই হাসপাতালের রোগ ও পরিষেবার ব্যাহত হতে দেওয়া যাবে না। আগামী দিনেও যদি এভাবে রোগী পরিষেবা কোনো কারণে বন্ধ হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন তিনি।
স্মারকলিপি প্রদান কর্মসূচিতে হাজির ছিলেন বরানগর পৌরসভার পৌর প্রধান পরিষদ সদস্য তথা তৃণমূল নেতা অঞ্জন পাল বলেন আন্দোলন করে প্রিয়রঞ্জনের মৃত্যুর রহস্যের অভিমুখ ঘোরানোর চেষ্টা করছে আন্দোলনরত ছাত্ররা।
সংস্থার ডিরেক্টর পিপি মহান্তি বলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ স্মারকলিপি দিয়েছে যে কারণে তা অবিলম্বে পূরণ হবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোন ঘটনা না ঘটে সে বিষয়ে ও নজর রাখবে কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি প্রিয় রঞ্জন এর পরিবারের পক্ষ থেকে যে রেগিং এর অভিযোগ তোলা হয়েছে সেটাও খতিয়ে দেখার আশ্বাস দিলেন সংস্থার ডিরেক্টর।