বর্তমান সময়ে কবিতা কোন দিকে যায়
তমাল সাহা
১) ভাঙরে ভুল
এখনো তোদের ভাঙলো না ভুল!
তোরা ভুলে গেলি, কি বলেছিল নজরুল?
তখন কোথায় থাকে
তোদের এই অবরোধ, এই আগুন
যখন পিটিয়ে মারে আর মরে
আখলাখ আনিস হানিফ মইদুল?
তোরা কি বলিস
নবী পয়গম্বরেরা মানুষের চেয়ে বড়?
সামান্য কথায় তারা ভয়ে এতো জড়োসড়ো!
আরে! মৌলবাদী উস্কানি ফেলে দে ছুঁড়ে
কোথায় হিন্দু, কোথায় মুসলিম?
ক্রোধের আগুন দে ছড়িয়ে
ভোটবাজরা যেন পুড়ে মরে।
২) বোধবুদ্ধি
আরে শাসক!
তোর বোধবুদ্ধি গেল কোন গোলোক ধামে?
পুলিশ বদলি করে কি আর দাঙ্গা-হাঙ্গামা থামে?
আর তোরাও আছিস বেশ! ঈশ্বর আল্লাহ করে কাটিয়ে দিলি এক সকাল থেকে আরেক ভোর
এক সানকি ভাত এখনো কি জুটল তোর!
৩) তুমি ও আগুন
আগুন তো দু’প্রকার
সে তো তোমরা সকলেই জানো।
আমি শুধু তোমার চেতনায় আঘাত করি
স্মরণে আনো।
আগুন তো দেখেছো তুমি
বিধ্বংসী কেড়ে নেয় প্রাণ।
আগুন তো দেখছো তুমি
উনুনে আগুন ভাতের ঘ্রাণ।
কোন আগুন নেবে তুমি
তুমি নিজেই বলো।
ভালোমন্দ এখন তোমার হাতে
এই তো সময়
এবার নিজের হাতেই জ্বালো।