অবতক খবর,৪ আগস্ট: বুধবার বর্ধমান পৌরসভার ৩২ নম্বর ওয়ার্ডের নারকেল বাগান এলাকায় সমীর রায় স্মরণ সভা অনুষ্ঠিত হলো। গত বছর ৪ঠা অগাস্ট বর্ধমান পৌরসভার জনপ্রিয় পুরপিতা, বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী স্বর্গীয় সমীর কুমার রায় করোনা আক্রান্ত হয়ে মারা যান। এদিন তাঁর নিজের হাতে গড়া দলীয় কার্যালয় স্মরণ সভা অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি জালালউদ্দিন মল্লিক, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস সহ কর্মীবৃন্দ ও এলাকার সাধারণ মানুষ।

সমীর বাবুর ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন কর্মীবৃন্দ। এর পরনিরাবতা পালন করা হয়। স্মৃতিচরণ করে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃবৃন্দ।

পল্লব দাস বলেন, সমীর রায় সব সময় যুব সমাজকে উদ্বুদ্ধ করতেন।কারণ তিনি ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই রাজনীতিতে প্রবেশ করেছেন। তাঁর মতন একজন নেতাকে হারিয়ে আজ আমাদের মনটা ভারাক্রান্ত হয়ে পড়েছে, হেসে বললেন জানিনা ওই রকম আর নেতা আমরা পাব কিনা।