অবতক খবর ,পিন্টু প্যাটেল ,পূর্ব বর্ধমান : – শহর বর্ধমানের ঘটনা, আমরা জানি ব্যাংকে লকার মানে একটা সম্পত্তি রাখার সেফটি বড় জায়গা, যেটা হচ্ছে ব্যাংকের লকার, কিন্তু সেই লকার থেকে কিভাবে চলে গেল এই লকারের সম্পত্তি , সেই নিয়ে চিন্তিত শেয়ারের মালিক পবিত্র কুমার সামন্ত। ঘটনাটি ঘটলো বর্ধমানের বাদামতলা এলাকায় একটি ব্যাংকে। লকারে ৪০বছর ধরে রাখা সম্পত্তি ভ্যানিশ হয়ে গেল কিভাবে, এই বিষয়টি বর্ধমান থানায় এফআইআর করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে বর্ধমান থানার পুলিশ।
পবিত্র কুমার সামন্ত যার নামে লকার ছিল উনি অভিযোগ করেছেন ব্যাংকের কর্মীদের বিরুদ্ধে, পবিত্র কুমার সামন্ত ওনার ছেলে দিব্যেন্দু সমন্ত জানিয়েছেন মানুষ লকার টাকা দিয়ে কিনে এই কারণে যাতে সেভ থাকে নিজের সম্পত্তি। বাড়িতে রাখলে হয়তো নানান রকম সমস্যা দেখা দিতে পারে, এমনকি চুরি-ডাকাতি হতে পারে বা মাঝে মাঝেই বাড়ি ছেড়ে আত্মীয়-স্বজনদের বাড়ি যেতে হয় , সেই সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই জন্যই তারা লকার কে ব্যবহার করে। কিন্তু লকার থেকেও যদি এরকম একটি ঘটনা ঘটে যায় তাহলে মানুষ কোথায় যাবে, সম্পূর্ণ বিষয়টি এখন পুলিশ তদন্ত করে দেখছে, অভিযোগ করেছেন পবিত্র সামন্ত ,তার বাড়ি হচ্ছে কালনা গেট এবং যে ব্যাংকে লকারে ৪০ বছরের সম্প্রতি রেখেছিলেন সেই ব্যাংকটি হচ্ছে বর্ধমান বাদামতলা চৌধুরী মার্কেট এর বিপরীতে।