রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া ::   এবার ঠিক সময়েই এসে গেল বর্ষা। সকাল থেকেই ছিল মেঘলা আকাশ। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুরু হয় বৃষ্টি। দুপুর থেকে কয়েক দফায় বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা। রামচরন শেঠ রোড,পঞ্চনন তলা রোড,টিকিয়াপাড়া,দাসনগর,সালকিয়ারর বেশ কিছু রাস্তায় জল জমে যায়। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। নর্দমা ও বৃষ্টির জমা জল পেরিয়েই পেরিয়েই যেতে হয়।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টি হবে। প্রথম দিনেই এই দুর্ভোগ হলে আগামীদিনে কি হবে এনিয়ে উদ্বেগ বাড়ছে শহরবাসীর।পুরবোর্ড এখনো গঠন না হওয়ায় পুর পরিষেবা না পাবার অভিযোগ আগে থেকেই উঠতে শুরু করেছিল। এবার বর্ষায় দুর্ভোগ বাড়বে বলেই মনে করছেন অনেকেই।

পুর নিগমের তরফে জানানো হয় যে, জল নিকাশির সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। আমপানের সময় থেকে বসানো পাম্পগুলি সরানো হয়নি বর্ষার কথা ভেবে। পঁচিশ টি পাম্প চালানো হচ্ছে। পরে পরিস্থিতি বুঝে আরো পাম্প চালানো হবে। ভারী বর্ষায় পুর উদ্যোগ কতটা বাস্তবায়িত হয় সেটাই এখন দেখার।