আজ জাতীয় বলিদান দিবস। ২৩ মার্চ ফাঁসির রজ্জুতে প্রাণ দিয়েছিলেন ভগৎ সিং, শুকদেব, রাজগুরু। তাঁদের জন্য আজ শ্রদ্ধালিপি

বলিদান
তমাল সাহা

অত্যাচারী জন পি স্যান্ডার্স
বলেছিল,
হামি কটো বড়ো পুলিশ অফিসার, জানো!
“টাহলে টোমরা নেটিভ”—
কী অট্টহাসি তার!
ভেবেছিল এই উপকূলে ঘূর্ণিবাত্যা কুপোকাত।
সে কি জানতো পেছনে লুকিয়ে আছে
ত্রয়ীর ছটি আগ্নেয় হাত!

গুড়ুম! গুড়ুম! গুড়ুম! তিনটি মাত্র গুলি।
পড়ে গেলো সান্ডার্স উড়ে গেল খুলি।

তারপর আরও ঘটনা ঘটায় ইতিহাস।
আজও বারুদের গন্ধ নিয়ে ভেসে যায় বাতাস।

বধিরেরা না শুনলে কী করতে হয়,
ইএনটি সার্জেনের কাছে জেনে নাও
কর্ণ-চিকিৎসার কান্ডকারখানা।
পার্লামেন্টারিয়ানরা না শুনলে
কী করতে হয়,
সেই পদ্ধতি ছিল একমাত্র তার জানা।

কী ছিল সেই অপারেশন?
বোমা বিস্ফোরণ!
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্লোগান—
ইনকিলাব জিন্দাবাদ!
কে করেছিল উচ্চারণ?
সেই স্লোগান তো ছড়িয়ে ছিল চতুর্দিক।
আজ সব ঐতিহাসিক।

রাজগুরু, শুকদেব, সিং ভগত—
মাথা উঁচু, গলায় রজ্জুফাঁস
দেখায় হিম্মত।

তেইশ মার্চ। বসন্তের সে কী উল্লাস!
কৃষ্ণচূড়া লালে লাল
বলে ওঠে– সাবাস! সাবাস!