এই বসন্তে এক অন্য মেজাজে দেখা গেল বীজপুরের তৃণমূল নেত্রী সোনালী সিংহ রায়কে। প্রতিদিন যেমনটা দেখা যায়,অর্থাৎ জনগণের সামনে নিজেকে যেমন ভাবে উপস্থাপিত করেন নেত্রী, দোলের দিন নিজেকে অন্য রকম ভাবে মানুষের কাছে তুলে ধরলেন তিনি। দোলের দিন তিনি নেত্রী হিসেবে নন, বরং সাধারণ মানুষের মধ্যে মিশে গেলেন সাধারণ হিসেবেই। নাচে-গানে, হুল্লোড়ে মানুষের সঙ্গে রঙের উৎসব পালন করলেন তিনি। আট থেকে আশি সকলের সাথে মেতে উঠলেন রং খেলায়। বার্তা দিলেন শান্তি-সম্প্রীতির। এইভাবেই মানুষের মধ্যে সারাদিন কাটালেন তিনি। অন্যদিকে দোলের আগের দিন নারী দিবসে সোনালী সিংহ রায় আয়োজন করেন সেরা বক্তা প্রতিযোগিতার। কাঁচরাপাড়া থানার মোড়ে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন অনেক পুরুষ ও মহিলা। তাদের মধ্যে সেরা বক্তাকে বেছে নেওয়া হয় এবং পুরস্কৃত করা হয়।