অবতক খবর,১২ মার্চ: ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। বসন্তের হাওয়ায় সম্প্রীতির দোল উৎসবে ছোট শিশু কিশোর দের নিয়ে বসন্তের আগমনে কচিকাচাদের রং বেরঙের আবির রং পিচকারি তুলে দিল নববারাকপুর পুরসভার পুরপ্রধান।বুধবার সন্ধ্যায় পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে শিবাজী সংঘের মোড়ে শিশু কিশোর দের নিয়ে রং আবিরে আনন্দঘন ছোট অনুষ্ঠানে মাতলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, সমাজসেবী মৃদুলা সাহা সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গন ও ওয়ার্ড কমিটির সদস্যরা।
পুরপ্রধান প্রবীর সাহা বলেন বসন্তের রঙিন উৎসবে পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে ছোট শিশু কিশোর দের নিয়ে একটা সুন্দর সন্ধ্যায় রং বেরঙের আবির রং পিচকারি ক্যাডবেরি রং এর উপকরন প্রদান করা হল। প্রায় চার শতাধিক বাচ্চা দের হাতে রং এর সরঞ্জাম বিলি করা হল। দোল উৎসব সম্প্রীতি বজায় রাখার আহ্বান করা হয়। শিশুদের মুখে সামান্য একটু হাসি ফোঁটাতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত হলাম। এই সামান্য প্রয়াস মাত্র।