অবতক খবর :: মুর্শিদাবাদ :: লকডাউন এর কারণে কর্মহীন হয়ে পড়েছে মানুষ, এই কথা মাথায় রেখে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগার রিক্রিয়েশন ক্লাবের তরফ থেকে মুসলিম ভাই বোনদের কথা চিন্তা করে ঈদের আগে কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল। এর আগেও সংশোধনাগারের প্রাঙ্গণে রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে দুস্থ অসহায় মানুষদের চাল ,ডাল ,সবজি ইত্যাদি তুলে দেওয়া হয়েছিল।
মুসলিম সম্প্রদায়ের মানুষের সবচেয়ে বড় উৎসব ঈদ ওল ফিতর যাতে মানুষের মনে উৎসবে হাসিটা বজায় থাকে সেই কারণে এই ক্লাবের উদ্যোগ প্রায় ১০০ জন মানুষের হাতে চাল, সোয়াবিন, খেজুর ,কিসমিস, দুধ ,সামায়, চিনি তুলে দেয়া হয়। উপস্থিত ছিলেন ডিআইজি জেল গৌতম মন্ডল, জেল সুপার দেবাশীষ চক্রবর্তী ও রেক্রিয়েশন ক্লাবের সদস্যরা।
আগামী দিনেও মানুষের পাশে থেকে কাজ করে চলবে বলে জানালেন ক্লাবের সদস্যরা।