অবতক খবর,২৬ ফেব্রুয়ারী: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বহরমপুর পৌরসভার উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় পারিবারিক সহায়তা প্রকল্পের আওতায় ৭২টি দুস্থ পরিবারের হাতে এককালীন ৪০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এই সহায়তা বিশেষভাবে তাদের জন্য, যাদের পরিবারের উপার্জনকারী ব্যক্তি ৬৪ বছরের নিচে মারা গেছেন।
বহরমপুর পৌরসভার প্রধান নাড়ুগোপাল মুখোপাধ্যায় নিজে উপস্থিত থেকে উপভোগীদের হাতে এই চেক তুলে দেন।