অবতক খবর,২৪ জুনঃ সিপিএমের রাজ্য সম্পাদক মোঃ সেলিম আজ বহরমপুরে সিপিএম কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন এই সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন বর্তমানে যা অবস্থা দলগুলি পঞ্চায়েতের প্রচার করার পরিবর্তে নির্বাচন কমিশনার গালাগালি পাচ্ছেন। তিনি বলেন নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে প্রথম থেকে গরিমসি হয়েছে। আর যেদিন নিয়োগ হল তিনি ভাবলেন আসলাম দেখলাম জয় করলাম।

তিনি ভেবেছিলেন কোন ভোটই হবেনা শুধু তৃণমূলকে জয়ী করার সার্টিফিকেটগুলো তিনি রেডি করেছিলেন। তারপর কি দেখা গেল সরকার প্রস্তুত না থাকলেও নির্বাচন কমিশনার প্রস্তুত না থাকলেও মানুষ কিন্তু প্রস্তুত ছিল। এরপরও নির্বাচন কমিশনার যতটা বেশি নোমিনেশন জমা দেয়ার চেষ্টা করেছিলেন, তার চেয়ে বেশি নমিনেশন প্রত্যাহার করার চেষ্টা করেছিলেন। মোঃ সেলিম বলেন কোথাও কোথাও দেখাইছে প্রত্যাহারের শেষ দিন হয়ে যাওয়ার পর লিস্টে থাকলেও তার নাম গায়েব করে দেয়া হচ্ছে।

তিনি বলেন এজন্য আমরা নির্বাচন কমিশনারের কাছে বিক্ষোভ দেখিয়েছি অন্য দলরাও বিক্ষোভ দেখিয়েছে। প্রতিদিন বিক্ষোভ দেখানো হচ্ছে মানুষ ছিছি করছে, কোর্টে নির্বাচন কমিশনার ভৎসনা হচ্ছেন, তারপরও তার লজ্জা নাই সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছেন। মোহাম্মদ সেলিম বলেন আমরা বললাম অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করার জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। নির্বাচনী কমিশনার রাজ্য সরকারের নির্দেশে সুপ্রিম কোর্ট গেলেন যাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা না হয়। মোহাম্মদ সেলিম বলেন অনেকে মনে করেন বিজেপি অনেক বেশি লড়ে যাচ্ছে, কোর্ট যখন বলছে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিতে হবে তখন অমিত শাহ বলছেন আমি এত দিতে পারবো না।

তিনি বলেন দেশের অবস্থা কি তা নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন। সিপিএমের রাজ্য সম্পাদক মোঃ সেলিম বলেন এই জন্য আমরা বলি মানুষকে সঙ্ঘবদ্ধ হতে হবে, মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে শান্তি তারাই প্রতিষ্ঠা করবে, শুধু পুলিশ নিরপেক্ষ থাকবে। আর নির্বাচন কমিশনার বলুক আজ থেকে ভোট কর্মী ভোট প্রার্থী সাধারণ মানুষ, যারা ভোট প্রচার করবে নির্বাচন কমিশনার তাদের নিরাপত্তা বিধানের ভরসা দেবে। মোহাম্মদ সেলিম বলেন এইগুলো নির্বাচনী কমিশনার করতে পারছেন না বলে জনসাধারণ তাকে গালাগাল দিচ্ছেন। মোহাম্মদ সেলিম তাই বলেন যত বেশি না ভোটের প্রচার হচ্ছে তার বেশি নির্বাচন কমিশনার গালাগাল খাচ্ছেন।