অবতক খবর,২৫ অক্টোবর: দুর্গাপূজো শেষ হতেই আবারো করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে বহরমপুর ইন্দ্রপ্রস্থ এলাকায়। কুড়ি ফুটের গলি কনটেইনমেন্ট জোন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ এই জায়গায় পরিদর্শনে এলেন অতিরিক্ত জেলাশাসক সিরাজ ধনেশ্বর অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার ও মহকুমা শাসক প্রভাব চ্যাটার্জী।
অতিরিক্ত জেলা শাসক জানালেন, যে বাড়িতে করোনা উপসর্গ দেখা দিয়েছে সেই বাড়ির লোকের হোম ডেলিভারির মাধ্যমেও জিনিসপত্র আনা উচিত। কারণ মানুষ যদি সচেতন না হয় তাহলে কিন্তু করোনা বেড়েই চলবে। এছাড়াও অনেকজন ভাবছেন দুটি ভ্যাকসিনের হওয়াতে আর কোন সমস্যা নাই। কিন্তু এটি ভুল কথা।
করোনা হতেই পারে। তাই মানুষকে সচেতন হতে হবে। পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে লকডাউন রাতে করা হয়েছে। যাতে মানুষ এই নিয়ম মেনে চলে।তার জন্য পুলিশ সুপারকে জানানো হয়েছে। এছাড়াও প্রশাসনের তরফ থেকে যাতে এই করোনা আর দীর্ঘভাবে না ছড়ায় সেইদিকে প্রতিনিয়ত নজর রাখা হচ্ছে।