গতকাল ছিল সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। তিনি নৈহাটীর কাঁঠালপাড়ায় জন্মেছিলেন।
বাঁকা চাঁদ।।
তমাল সাহা।।
মানুষটি পুরানো হয়ে গেছে–
মানুষটি রহিম শেখ রামা কৈবর্তের কথা বলেছিল একদিন,
শস্যজীবীদের নিয়ে খুবই ভেবেছিল।
চোর চুরি করে কেন সে প্রসঙ্গও তুলেছিল।
বলেছিল ব্যাঘ্রলাঙ্গুলাচার্যের রৌপ্যমুদ্রা প্রলোভনের কাহিনী।
মানুষটি পুরানো হয়ে গেছে
দেবী চৌধুরানী,কপালকুণ্ডলা,
রাধারাণীকে মনে পড়ে?
মানুষটি নারীদের তুলে এনেছিল
সাহিত্যের পাতায়।
সাম্য, কমলাকান্তের দপ্তরে স্বদেশ চেতনার বীজ আগেভাগেই বুনেছিল আর বঙ্গদর্শন পত্রিকা সে তো ঐতিহাসিক ব্যাপার!
মানুষটি পুরানো হয়ে গেছে
মানুষটি দূরদ্রষ্টা ছিল বলেই
নিজের গলমাল্য রবীন্দ্রনাথকে পরিয়ে ঘোষণা করেছিল,
তুমিই বাংলাসাহিত্যের উত্তরসূরি।
জন্মভূমিকে কিভাবে ভালবাসতে হয়
সেই উজ্জীবনী মণ্ত্র ‘বন্দেমাতরম’ শিখিয়েছিল আমাদের।
মানুষটি পুরানো হয়ে গেছে
সমাজ ভাবনা- সাহিত্যের আকাশে
জ্বলজ্বল করছে একটি বাঁকা চাঁদ।
.