অবতক খবর,৫ আগস্ট, বাঁকুড়া:- বাঁকুড়া গন্ধেশ্বরী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় মানকানালি সেতুর উপর দিয়ে আজও বইছে জল।
আবার অন্যদিকে বাঁকুড়া শহরের সতীঘাট এলাকা দীর্ঘ চার বছর যাবৎ সেতু তৈরি না হওয়ায় আশেপাশের ১০ থেকে ১৫টি গ্রামচর যাতায়াতের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সেই কারণে বাঁকুড়া পৌরসভার তরফ থেকে অস্থায়ীভাবে সেতু করা হলেও সামান্য বৃষ্টিতে সেই সেতু জলের তলে তলিয়ে গিয়েছে। তাই ঘুরপথে আসতে হলে সাত থেকে আট কিলোমিটার ঘুরে তাদেরকে বাঁকুড়া শহরে আসতে হয়। তাই এলাকার মানুষের দাবি, দ্রুত সেতু নির্মাণ হোক নচেৎ এই জল যন্ত্রণা থেকে তারা মুক্তি পাবে না।