অবতক খবর,২৪ সেপ্টেম্বর,বাঁকুড়া:- বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি করল রাজ্য ICDS কর্মী সমিতি বাঁকুড়া জেলা শাখা।

বাঁকুড়ার তামলিবাঁধ থেকে আজ মিছিল সহকারে বাঁকুড়া জেলা শাখার আই সি ডি এস মহিলা কর্মীরা জেলা জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে দীর্ঘক্ষণ ধরে। পরে তাদের দাবি পত্র নিয়ে জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন প্রদান করে। তাদের মূল দাবি ছিল অবিলম্বে মিড ডে মিল আশা কর্মী,SSK,MSK, পার্শ্বশিক্ষক এই ধরনের স্কিম ওয়ার্কারদের কাজের স্থায়ীকরণ করতে হবে। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী শ্রমিকদের ন্যূনতম ভাতা ২১ হাজার টাকা করে দিতে হবে। কেন্দ্র সরকারের শ্রম কোড আইন বাতিল করতে হবে এইসব দাবি নিয়ে তারা জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন জমা দেয়। যদি তা মানা না হয় আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবে।