অবতক খবর , নরেশ ভকত , বাঁকুড়াঃ আন্দোলনে নামলেন বাঁকুড়া জেলার পশ্চিমবঙ্গ গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের চাকুরিপ্রার্থীরা। রাজ্য সরকারের গ্রুপ ডি পদে নিয়োগে স্বচ্ছতা, পুনরায় পদ সংখ্যা বিবেচনা করে নতুন করে বিজ্ঞপ্তি জারি করার দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করলেন গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের চাকুরিপ্রার্থীরা। তাঁরা তামলিবাঁধ ময়দান থেকে মিছিল করে এসে তাদের দাবী পত্র তুলে বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে।
আন্দোলন কারীদের দাবী, ২০১৬ সালে সরকার ৬ হাজার কর্মী নিয়োগের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছিলেন। সেইমতো ২০১৭ সালে মে মাসে পরীক্ষা নেওয়া হয়। এরপর ২০১৮ সালের ১৮ ই অগাস্টে ৫৪২২ জনের একটি মেরিট লিস্ট প্রকাশ করে রাজ্য সরকার। সেইমতো চাকুরিতে যোগদান করেন বেশ কয়েকজন, কিন্তু ওয়েটিং লিস্টে রেখে দেওয়া হয় বেশ কয়েকজনকে।
ওয়েটিং লিস্টের কোনরকম মেরট লিস্ট প্রকাশ দপ্তর প্রকাশ করেনি বলে অভিযোগ। এরপর বারবার আবেদন করেছেন ওয়েটিং লিস্টে থাকার চাকুরি প্রার্থীরা। কিন্তু কোনভাবেই কোন রকম সুবিধা করতে পারেননি তারা। চাকুরী পার্থীরা ভুগছেন কর্মহীনতায়।