নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া :: বাঁকুড়ার কোতুলপুরে নাকা চেকিং এ কর্তব্যরত পুলিশ কর্মীরা সন্দেহভাজন আটা বোঝাই একটি পিক আপ ভ্যান আটক করেন। ঐ পিক আপ ভ্যানের চালক বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে গোপীনাথপুরের শালুক গেড়ে গ্রামের মাবিয়া গায়েনের বাড়ি থেকে সরাসরি মেদিনীপুর জেলার গড়বেতা নিয়ে যাওয়া হচ্ছিল। পরে পুলিশ ও খাদ্য দপ্তরের আধিকারিকরা ঐ ব্যক্তির বাড়িতে গিয়ে রাত্রে তল্লাশি চালিয়ে সেখান থেকেও বেশ কিছু রেশনে সরবরাহ করা আটা উদ্ধার হয়।
খাদ্য দপ্তরের পক্ষ থেকে এ বিষয়ে কোতুলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত পলাতক, পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে। কোতুলপুর থানা পুলিশ কোতুলপুর এর বিডিও একগুচ্ছ আধিকারিক গোপিনাথপুর এর শালুক গেড়ের একটি গোডাউন থেকে প্রচুর পরিমাণ সরকারি আটা উদ্ধার করে জানা যায় এইসব আটার প্যাকেট গুলো থেকে আটা গুলোকে বের করে বস্তা বন্দি করা হয়েছিল অন্ততপক্ষে ২০০ বস্তায় । সেগুলি রেশন দপ্তরে আধিকারিক কোতুলপুর থানার সি আই অজয় কুমার সিংহ কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজীব কুমার পাল সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃষ্ণেন্দু ঘোষ ফুড সাপ্লাই অফিসার সহ একাধিক আধিকারিক অভিযান চালিয়ে সরকারি মজুদ রাখা গোডাউন সিল করে এবং নমুনা সংগ্রহের জন্য তিন প্যাকেট আটা কোতুলপুর থানা তে নিয়ে আসা হয়।
স্থানীয় বিধায়ক ও রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা ঘটনার বিবরণ দিয়ে বলেন, রাজ্য সরকারের রেশন দ্রব্য নিয়ে কোন ধরণের কালোবাজারি বরদাস্ত করা হবেনা বলেই জানান। একই সঙ্গে খাদ্য দপ্তর ও পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন, এই ঘটনায় যারা যুক্ত প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।