অবতক খবর , সৌরভ নস্কর , দক্ষিণ 24 পরগনা :- আমফাম ঝড়ের ভয়ংকর মার শরীরে শুকোয়নি,এলো অতীব সংকট অত্যাচার, তার ওপর নদী ভাঙ্গনের প্রাকৃতিক নির্মম নির্যাতনে ঠিক নেই দক্ষিণ 24 পরগনা জেলার সাগর ও সাগর কোস্টাল থানার অন্তর্গত বেশ কয়েকটি গ্রাম।
নদী বেষ্টিত গ্রাম, সুমতিনগর, বঙ্কিমনগর ও ধবলাট শীবপুরে পুনরায় হানা দিল সামুদ্রিক নোনা জল, নিঃস্ব প্রায় শতাধিক পরিবার। অসহায় পরিবারবর্গের একাংশের অভিযোগ কৌশিক কটালের পুনরাবৃত্তি কাটালেও, যদিও বাঁধ মেরামতির কাজ হচ্ছে , তবে দ্রুততার সঙ্গে নয়। প্রশাসন ও সরকারের কাছে সবিনয়ে নিবেদন তাদের, কিছু আর্থিক সহযোগিতা সহ যাতে দ্রুততার সাথে বাঁধ মেরামতির কাজ হয় সেই দিকে নজর দিতে।