অবতক খবর , উৎপল রায় , জলপাইগুড়িঃ দীর্ঘদিনের ভাঙ্গাসেতু কারনে জনসাধারণের দুর্দশা ঘোচাতে বাশের সাকো মেরামত করে তাদের পাশে দাঁড়ালো ধূপগুড়ির ইচ্ছেডানা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সোমবার সেই নির্মিত সাকোর উদবোধন করা হয়।
ইচ্ছে ডানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার সহ স্থানীয় এলাকাবাসীরা। এদিন সাকোর উদবোধনে উপস্থিত ছিলেন ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার ও স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অলোক রায়। এদিন এই সংস্থার পক্ষ থেকে সাকো তৈরিতে য়ে সমস্ত গ্রামবাসীরা কাজ করেছেন তাদের বিভিন্ন ধরনের উপহার প্রধান করা হয়।
সংস্থার সম্পাদক আলোক রায় বলেন, অনেকদিন ধরেই শুনছিলাম শালবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের ফটকটারি এলাকায় একটি সাকো ভেঙ্গে রয়েছে।তাই গ্রামবাসীদের সাথে আলোচনা করে সাকো তৈরির জন্য তাদের আর্থিক ভাবে সাহাজ্য করার সিধান্ত গ্রহণ করি আমরা। তবে আমাদের এই কর্মকান্ডে গ্রামবাসীরা ও ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি বিশেষ ভাবে সাহায্য করেছেন। আমরা সবসময় মানুষের পাশে দাঁড়াতে চাই।