অবতক খবর,১৫ নভেম্বর: বাংলা জুড়ে খুনের রাজনীতি চলছে। সোমবার বিকেলে শ্যামনগর ভারত চন্দ্র গ্রন্থাগারে আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে এসে এমনটাই অভিযোগ করলেন বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।
তার অভিযোগ, রাজ্যে বিজেপি শক্তিশালী হবার থেকেই খুনের রাজনীতি শুরু হয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে এর মোকাবিলা করা হবে। কলকাতা ও হাওড়া পুরনিগমের নির্বাচনে সমস্ত শক্তি দিয়ে বিজেপি লড়াই করবে দাবি দিলীপ ঘোষের। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন হিন্দু জাগরণ মঞ্চের দক্ষিণবঙ্গের প্রাক্তন সম্পাদক উত্তম অধিকারী, হিন্দু জাগরণ মঞ্চের ব্যারাকপুর জেলার সাধারণ সম্পাদক রোহিত সাউ, জেলা কমিটির সদস্য সমীর দত্ত-সহ অন্যান্য নেতৃবৃন্দ।