অবতক খবর :: কুলটি :: আসানসোলের পশ্চিমবাংলা – ঝাড়খন্ড সীমান্ত বর্ডার এলাকার ডুবুরডি চেকপোস্টে দেখা যাচ্ছে পরীযায়ী শ্রমীকদের ভিড়। ভিন্ন ভিন্ন রাজ্যে আটকে পড়া পর্যটকরা রাজ্যে ফেরার পালা। ভিন্ন ভিন্ন রাজ্য থেকে কেউ পায়ে হেটে কেউ বা সাইকেলে করে কোনোভাবে নীজে রাজ্যে ট্রাকে করে ভাড়া করে আসছে। এরপর ডুবুরডি বর্ডারে তাদের থার্মাল স্ক্রীন টেস্ট করার পর তাদের কে রাজ্যসরকার ও প্রশাশনের উদ্যোগে সরকারি বাসে করে রাজ্যের বিভিন্ন জেলাতে পাঠানো চলছে।
এই প্রসঙ্গে এক পরিযায়ী শ্রমিক জানান ট্রাকে করে তারা ১লক্ষ ৯০ হাজার টাকা ভাড়া করে এসেছে। তাদের কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে তাদের খুব কষ্টের মধ্যে দিন কাটছিলো তাই যা অর্থ ছিল তা ভাড়া করে তারা বাড়ি ফিরছে।
বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে এসে প্রশাসন আমাদের টেস্ট করে হাতে অনুমতি পত্র দিয়ে সরকারি বাসে করে আমাদের জেলায় ছাড়ছে আমরা প্রশাসন ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই। বাড়ী ফীরতে পেরে খুশী পরীযায়ী শ্রমীক দের ধন্যবাদ যানান রাজ্যপ্রশাশন কে !