অবতক খবর,২৩ অক্টোবর: বাংলাদেশ সরকারের গৃহীত নতুন নিয়ম অনুযায়ী আগামী নভেম্বর মাসের ১ তারিখ থেকে বাংলাদেশে রপ্তানি করার জন্য যে চাল পাঠানো হবে তার ওপর 61% কর ধার্য করা হয়েছে। যা আগে ছিলো মাত্র 25%। আর এই নতুন নিয়মে সমস্যায় পড়েছেন দক্ষিণ দিনাজপুরের চাল রপ্তানিকারকরা। শনিবার বিকেলে জেলা পুলিশ সুপার রাহুলের সঙ্গে তারা দেখা করে দাবি করেন,চালের গাড়ি যেগুলো আটকে রয়েছে হিলি সীমান্তে, তাদের দ্রুত অনুমতি দেওয়া হোক, যাতে 1 তারিখের আগেই গাড়িগুলি ওপারে গিয়ে তাদের প্রয়োজনীয় কাজ সেরে ফিরে আসতে পারে।