অবতক খবর,২৬ সেপ্টেম্বরঃ সীমান্ত পেরিয়ে সীমান্ত রক্ষীদের নজর এড়িয়ে ভারত ভূখণ্ডে ঢুকে পড়ল বাংলাদেশের বেলুন। স্কুল ছাত্রদের মধ্যে খুশির বন্যা বয়ে গেলেও নাশকতার চিন্তায় শিক্ষকরা। নদীয়ার কৃষ্ণগঞ্জ এর সীমান্তবর্তী এলাকা কৃষ্ণপুর। কৃষ্ণপুর থেকেই কুড়ি কিলোমিটার দূরে রয়েছে কাঁটাতার।
সীমান্ত থেকে ৫৫ কিলোমিটার দুরে বাংলাদেশের যশোর সরকারি মহিলা কলেজের ক্রীড়া সাহিত্য ও সংস্কৃতি অনুষ্ঠানের উদ্বোধনের পোস্টার সম্মিলিত গ্যাস বেলুন উড়ে এসে পড়ল ভারত ভূখন্ডে। রংবেরঙের এই বেলুন দেখা মাত্রই ছোটাছুটি শুরু করে ছোট ছোট স্কুল ছাত্ররা। বড়দের নজরে আসতেই আতঙ্কের সৃষ্টি হয়। বড়দের মধ্যে অনেকেই সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে ।
এই ঘটনায় এলাকার বাসীদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করে। সীমান্ত রক্ষীদের নজর এড়িয়ে কিভাবে ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এলো বেলুন ও ফেস্টুন । ইতিমধ্যে এ ঘটনা জানাজানি হতেই বাংলাদেশ থেকে উড়ে আসা বেলুন দেখতে ছুটে আসে গ্রামের মানুষ। প্রশ্ন একটাই এর মধ্যে যদি কোন নাশকতা থাকতো তার দায় কে নিতো? প্রশাসন কি এর দায় এড়াতে পারে ?