অবতক খবর ,সংবাদদাতা :: উত্তর 24 পরগনা বাগদা ব্লকের আশারু গ্রাম পঞ্চায়েত এলাকার বাগিতে কোদালিয়া নদীর উপরে অবস্থিত কাঠের সেতুর বেহাল দশা থাকার কারনে প্রায়ই সমস্যার শিকার হয় সাধারণ মানুষ। পঞ্চায়েতের পক্ষ থেকে কোদালিয়া নদীর উপরে একটি কংক্রিটের সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। গত বছর  সেই সেতুর পিলার নির্মাণ হলেও সম্পূর্ণ হয়নি। পার্শ্ববর্তী কাঠের সেতুর বেহাল দশা হওয়ার কারণে পারাপার করবা সমস্যা হয়ে দাঁড়িয়েছে । বাগি এলাকার সাধারণ মানুষ এদিন আসারও গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখাতে আসে।

পঞ্চায়েতের গেট বন্ধ থাকায় পঞ্চায়েত অফিসের সামনে বনগাঁ বাগদা সড়ক অবরোধ শুরু করে । এক ঘণ্টা অবরোধ চলার পরে ঘটনাস্থলে পৌঁছায় বাগদা থানার পুলিশ তাও অবরোধে অনড় থাকে বাসিন্দারা । পরবর্তীতে পঞ্চায়েতের উপপ্রধান বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে একটি প্রতিনিধি দল কে পঞ্চায়েত অফিসে ডেকে নেয়। ১:৩০ মিনিট পারে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা ।