অবতক খবর,২৭ আগস্টঃ অভিযোগ বৃহস্পতিবার রাতে উত্তর ২৪ পরগনার বাগদা সীমান্তের জিতপুর বিওপির পাসে চাষ জমিতে বসিরহাটের এক যুবতীকে বি এস এফ এর ৬৮ নম্বর ব্যাটেলিয়ানের এ এস আই -এস পি চেরো ও জাওয়ান আলতাব হোসেন গণধর্ষণ করে । আজ নির্যাতিতা মহিলা বাগদা থানায় অভিযোগ জানালে দুই বিএসএফ জওয়ানকে গ্রেফতার করে বাগদা থানা পুলিশ ।