অবতক খবর,১৯ সেপ্টেম্বর: নয় মাস হয়ে গেলেও এখনো ধরা পড়েনি আসামি, হয়নি কোন সাজা। এমনই ঘটনা ঘটল রিষড়া এস.কে নগরে। ব্যারাকপুরের বাসিন্দা বাবলি সিং(২১), তার সাথে ২০২০ সালের ৩০শে নভেম্বর বিয়ে হয় রিষড়ার বাসিন্দা জয়ন্ত সিং-এর এবং ২৫শে জানুয়ারি ২০২১-এ বাবলি সিং-এর ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার শ্বশুরবাড়ি থেকে।
শুধু ঝুলন্ত দেহ নয়, তার হাতে অনেক শিঁড়া কাটা ছিল সেই সময়। বাবলির শ্বশুরবাড়ির লোকেরা বলে যে,বাবলি সুইসাইড করেছে। কিন্তু বাপের বাড়ির লোক বলছে যে, যদি বাবলি সুইসাইড করে তাহলে কেন তার হাতের শিরা উপশিরা কাটা থাকবে? গলায় দড়ি দিলে তো হাতের শিরা উপশিরা কাটা থাকে না। বিয়ের দু মাসের মধ্যে কেন হলো এই ঘটনা,এ বিষয়ে বাবলির বাপের বাড়ির লোক শ্বশুর বাড়ির লোকের কাছে জানতে চাইলে, তারা বাপের বাড়ির লোককে গলাধাক্কা দিয়ে ঘর থেকে বাইরে বার করে দেয়। বাবলির ওপর খুব অত্যাচার করতো তার শ্বশুরবাড়ির লোকজনেরা। তারা দু লক্ষ টাকা দিয়েছিল শ্বশুর বাড়ির লোককে। তাতেও তারা খুশি হয়নি। তার পরেও আবার রোজ রোজ বাবলির উপর অত্যাচার করে টাকা চাইত। আর বাবলিকে বলত যে, তোর বাবাকে বল আরো টাকা দিতে।
বাবলি সিংকে খুন করে তার দেহ পাখায় ঝুলিয়ে দিয়েছে এমনটাই অভিযোগ করছে বাবলি সিং-এর বাপের বাড়ির লোকেরা। বাবলি সিং-এর বাপের বাড়ির লোকেরা বাবলির স্বামী জয়ন্ত সিং এবং আরো৫ জনের নামে এফআইআর দায়ের করে শ্রীরামপুর থানায়।
এই ঘটনার ৯ মাস হয়ে গেলেও এখনও পর্যন্ত একমাত্র গ্ৰেপ্তার হয়েছে বাবলির স্বামী জয়ন্ত সিং। তাছাড়া পুলিশ আর কাউকে গ্রেপ্তার করেনি। বাবলির বাপের বাড়ির লোক বারবার শ্রীরামপুর থানায় গেলে তারা তাদেরকে অপমান করে ফিরিয়ে দেয় বলে তাদের অভিযোগ। প্রশাসনের কাছে দ্বারস্থ হলেও প্রশাসন আশ্বাস দেবে, আশ্বাস দেবে করে এখনো আশ্বাস দেয় না।
আদৌ কি পাবে বাবলির বাড়ির লোকেরা বিচার?কবে ধরা হবে বাবলি সিংয়ের খুনিদের?