অবতক খবর , রাজীব মুখার্জী , হাওড়া :- আজ বাম কংগ্রেসের ডাকা ব্রিগেড সমাবেশ।এই সমাবেশ ঐতিহাসিক বলে দাবি দু দলের নেতৃত্বের।এই সমাবেশে যোগ দিতে গত রাত থেকেই আসতে শুরু করেছেন কর্মী সমর্থকরা।

আজ সকাল থেকে ট্রেনে হাওড়া স্টেশনে এসে লঞ্চে কিংবা পায়ে হেটে ব্রিগেডের উদ্যেশ্যে রওনা দেন তারা।হাওড়া জেলা থেকে মূল মিছিল হবে শুরু হবে এগারোটায়। এই প্রসঙ্গে হাওড়া লঞ্চ ঘাটে উপস্থিত আমতার কংগ্রেস বিধায়ক অসিত মিত্রের দাবি এবার এই সমাবেশ বুঝিয়ে দেবে বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে।

পাশাপাশি বামেদের এই সমাবেশ নিয়ে কটাক্ষ করেছেন সমবায় মন্ত্রী অরূপ রায়।তিনি বলেন একসময় কংগ্রেস করতাম।এখন কংগ্রেসেকে দূরবীন দিয়েও দেখা যায়না।খুব কষ্ট লাগে এই অবস্থা দেখে।আর এবার জোট করে আরো সর্বনাশ করেছে।তিনি বলেন এসব সমাবেশ করে লাভ হবে না।মানুষ তৃণমূল কংগ্রেসকে চায়।

খেলা হবে উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে বলে তার দাবী।বিজেপি ই ভি এম নিয়ে খেলতে চায় কিন্তু সেই প্যাঁচ আটকে দেওয়া হয়েছে বলে অরূপ রায়ের দাবি।আজ শিবপুর ট্রাম ডিপো থেকে হাওড়া ময়দান পর্যন্ত দিদির দূত গাড়ি নিয়ে প্রচার করে হাওড়া সদর তৃণমূল কংগ্রেস।