অবতক খবর,২৮ মার্চ: কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে ২৮ এবং ২৯ মার্চ সারা দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে বাম শ্রমিক সংগঠন। রাজ্যজুড়ে প্রথমদিনের ধর্মঘটে বিক্ষিপ্ত অশান্তি দেখা গেছে।
তবে কাঁচরাপাড়ায় এই বনধের তেমন প্রভাব না পড়লেও রাস্তায় নেমে মানুষকে বন্ধ সমর্থনের জন্য আহ্বান জানান কাঁচরাপাড়া সিপিআইএম এরিয়া কমিটি সম্পাদক দেবাশীষ রক্ষিত এবং অন্যান্য কর্মীরা। তবে রাস্তা ঘাট,রেলস্টেশন স্বাভাবিক থাকলেও কাঁচরাপাড়া লক্ষ্মী সিনেমা স্থিত এসবিআই ব্যাংক আজ সম্পূর্ণ পরিষেবা বন্ধ রাখল। আজ সকাল থেকেই দেখা গেল দেবাশীষ রক্ষিত এবং অন্যান্য কর্মীরা ব্যাংকের মূল দ্বার আটকে বসে থাকেন। ফলে পরিষেবা ব্যাহত হয় ব্যাঙ্কের।
এ প্রসঙ্গে দেবাশীষ রক্ষিত জানান, আজ কাঁচরাপাড়ায় কিছুটা হলেও ধর্মঘট আমরা সফল করতে পেরেছি। কাঁচরাপাড়া এসবিআই ব্যাংক আজ সমস্ত পরিষেবা বন্ধ রাখল এবং এই ব্যাঙ্কের কর্মচারীরা বুঝিয়ে দিলেন যে, তারাও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে সরব হয়েছেন। এইভাবে মানুষ যদি আমাদের পাশে দাঁড়ায় তবে আগামীতে পরিবর্তন আসতে বাধ্য।