অবতক খবর , ৯-জুলাই- : আজ ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, বীজপুর এবং নৈহাটিতে কোন কনটেইনমেন্ট জোন হচ্ছে না। অর্থাৎ এখানে কড়া লকডাউন হচ্ছে না। এর পাশাপাশি তিনি বলেন, যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তাতে মানুষকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং বাধ্যতামূলক ভাবে মাস্ক পরতে হবে।
তিনি আরো বলেন, বারাকপুর কমিশনারেট অন্তর্ভুক্ত অঞ্চলে ৩৮ টি কনটেইনমেন্ট জোন চিহ্নিত হয়েছে। বাইরে থেকে কেউ এই জোনে প্রবেশ করতে পারবেন না, এই জোনের অন্দরে বসবাসরত কেউও বাইরে আসতে পারবেন না। ঐ অঞ্চলে টু-হূইলার, ফোর- হুইলার চলাচল নিষিদ্ধ।
তিনি বলেন, লকডাউনের কড়াকড়ি শিথিল হওয়ার কারণে মানুষের সঙ্গে মিক্সিং বেড়ে গেছে। আরো বলেন বাজার,দোকানপাট খুলে যাবার কারণে ভিড় বেড়েছে এবং সংক্রমণের হারও বেড়ে গেছে। তাই অনুসন্ধান করে ঐ ৩৮ টি অঞ্চলে সাত দিনের জন্য কড়াকড়ি লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাতদিন পর আবার রিভিউ করা হবে।
অবতক-এর পক্ষ থেকে বলা হচ্ছে, নিজেরাই স্বাস্থ্য সচেতন হোন এবং আবশ্যিকভাবে মাস্ক ব্যবহার করুন।