অবতক খবর , সংবাদদাতা , আসানসোল :- কেন্দ্রীয় সরকার জনবিরোধী নীতি ও কেন্দ্রের দ্বারা বাংলার প্রতি বঞ্চনা করার বিরুদ্ধে বারাবনি ব্লক সভাপতি অসিত সিং এর নেতৃত্বে একটি ধিক্কার মিছিল বের করা হয়।এই মিছিল বারাবনি ব্লক অফিস থেকে শুরু হয়ে বারাবনি থানায় এসে শেষ হয়। এদিন এই ধিক্কার মিছিলে নিজে উপস্থিত হন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়, রাজ্যের যুব সম্পাদক চন্দ্রনাথ শাহানা,এদিন বিধায়ক বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে বিক্রি করার চক্রান্ত করছে।সাধারণ মানুষকে বোকা বানিয়ে ‘মন কি বাত’ বলছে। তাছাড়া কেন্দ্রের কথা মত আমফনে হাজার কোটি টাকা বাংলাকে এখনো দেওয়া হয়নি আর শুধু বাংলাকে বঞ্চনার শিকার হতে হচ্ছে যার ফলে পশ্চিমবঙ্গের মানুষ এবার সজাগ হয়ে বুঝতে পেরেছে।সময় এসে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গদি থেকে নামানোর জন্য।
দেশের সবকটি রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দেশে বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে। পুঁজিপতিরা কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে দেশ থেকে এখনো সেই টাকা ফেরৎ আনা হলো না। কিছুদিন পর দেখা যাবে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েকশো কোটি টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে।তাই মানুষকে সজাগ হতে হবে। আসানসোল এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মদক্ষ পূজা মন্ডি,বারাবনি ব্লক যুব সভাপতি পার্থসারথি মুখার্জি, সন্তোষ সিং,জেলার যুব সহ সভাপতি রাহুল রঘু চৌবে সহ অনেকে ।