অবতক খবর,১০ আগস্ট,বারাসত : ছাত্র-ছাত্রীদের মধ্যে কৃষির বিভিন্ন কৌশল এবং পদ্ধতি সম্পর্কে ও পাশাপাশি সমাজে কৃষির গুরুত্ব কতটা তা যাতে ছাত্র ছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায় পড়াশোনার পাশাপাশি তা নিয়ে শনিবার এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল বারাসত কাজীপাড়া রবীন্দ্রভারতী গ্লোবাল স্কুল কর্তৃপক্ষ তরফ থেকে।
কৃষিভিত্তিক দেশ আমাদের এই ভারত বর্ষ। কিভাবে কৃষকরা তাদের ফসল ফলান তা নিয়েই এদিন এক সেমিনারের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। এদিন ছাত্র-ছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে পাশাপাশি উপস্থিত ছিলেন ড. হেমেন্দ্র কুমার পান্ডে, ডাঃ অয়ন দত্ত, ডাঃ লালু দাস, মিঃ শব্বর খান ও প্রসাদ মিশ্র, আরবি গ্লোবাল স্কুলের জোনাল ইনচার্জ নরশিমা রাও, চেয়ারম্যান মি. সুব্রামণ্যম সহ অন্যান্য অতিথিবৃন্দরা।
হাইড্রোপনিক্সের মতো চাষের বিভিন্ন নতুন পদ্ধতিতে কাজের মডেল সহ 130 এর উপরে প্রকল্পগুলি যেমনঅ্যারোপনিক্স, ধাপে চাষ, সমান্তরাল চাষ, কৃষি ভিত্তিক উৎসব, শিল্পগুলি প্রদর্শন করা হয়েছিল এদিনের এই অনুষ্ঠানে।