অবতক খবর , দেবাশিস মালিক, বারুইপুর: –বিদ্যাসাগরের জন্মদিনে বারুইপুরের ১১ নম্বর ওয়ার্ডে উদ্বোধন হল বিদ্যাসাগর শিশু উদ্যানের। শনিবার বিকালে এলাকার প্রবীণ নাগরিকদের দিয়ে এর সূচনা হয়। বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন তাঁরা। এই উদ্যানে শিশুদের বিনোদনের জন্য দোলনা থেকে শুরু করে স্লিপার সব আছে।
ওয়ার্ডের কোঅরডিনেটর শিক্ষক মোজাফফর আহমেদ এর জন্য উদ্যগ নিয়েছিলেন। তিনি বলেন,পুরসভা থেকে বরাদ্দ সাড়ে ৫ লক্ষ টাকা ব্যয়ে উদ্যান নির্মিত হয়েছে। পরবর্তীকালে একটি কমিউনিটি হল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
–