অবতক খবর,২৮ নভেম্বরঃ বালি নিশ্চিন্দার মাইতি পাড়া ব্রিজের কাছে ভয়াবহ দুর্ঘটনা। স্রেফ বরাত জোরে বেঁচে গেলেন আট জন যাত্রী। রবিবার রাত দশটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বেলদা থেকে একটি প্রাইভেট গাড়িতে করে আট জন ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে বারাসাতের দিকে যাচ্ছিলেন। গাড়ি মাইতি পাড়ার ব্রিজের কাছে জিরো পয়েন্টে পৌঁছালে আচমকা পিছন থেকে এক বড় ট্রেলার গাড়ি টিকে সজরে ধাক্কা মারে।

প্রচন্ড ধাক্কায় গাড়িটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। ভেতরেই আটকা পরে আটজন। পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা ছয় জনকে বার করতে পারলেও দুজন আটকে যায়। যদিও তাদের কারোরই আঘাত তেমন গুরুতর নয় বলেই জানা গেছে। আটকে থাকা দুজন কে গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে বার করা হয়। তবে দেখা গেছে তাদের পা টা সিটের মধ্যে আটকে ছিল সকলেই সুস্থ।