অবতক খবর :: শিলিগুড়ি :: বাড়ছে তিস্তার জল। আতঙ্কে মানুষ। সতর্কতা চারিদিকে। পরপর তিনদিন থেকে বৃষ্টির কারনে উত্তরবঙ্গের সব নদীরই জল বেড়েছে অনেকটাই। সবচাইতে বেশী ভয়ঙ্কর অবস্থা তিস্তা নদীতে। তিসতার জল বেড়েছে বিপদসীমার অনেকটাই উপরে। তিস্তার আশেপাশের মানুষকে সতর্ক করে দেওয়া হয়েছে,যাদের বাড়ির অবস্থা ভাল নয় তাদের বাড়ি ছেড়ে অন্যত্র যেতে বলা হয়েছে। তিসতার জল বিপদসীমার বাইরে চলে যাওয়ায় চিন্তিত স্থানীয় বাসিন্দারাও।
তিস্তার জল ছাড়াও জল বেড়েছে মহানন্দা এবং তোর্ষা নদীরও। আবহওয়া দপ্তর থেকে বলা হয়েছে আগমী এক সপ্তাহে উত্তরবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। গোটা উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহওয়া দপ্তর থেকে। জল বিপদসীমার বাইরে চলে যেতে পারে আবহওয়া দপ্তর থেকে জানানো হয়েছে।