অবতক খবর :: শিলিগুড়ি :: ২৬ জুন :: শিলিগুড়ির কিছু ওয়ার্ডে আবার লকডাউন করবার কথা ঘোষনা করা হল প্রশাসনের তরফে। শিলিগুড়ির ১৮,২৮ এবং ৪৬ নং ওয়ার্ডে লকডাউন করবার কথা ঘোষণা করা হয় এদিন। গতকাল এক সাংবাদিক সন্মেলন করা হয় প্রশাসনের তরফে, সেখানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।
শিলিগুড়ি প্রশাসনের তরফে তিনি জানালেন, ” শিলিগুড়িতে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তাতে আবার লকডাউন করা ছাড়া আর কোন উপায় নেই। তাই বেছে নেওয়া তিনটে ওয়ার্ডে সম্পূর্ণভাবে লকডাউন করা হল। একমাত্র ওষুধের দোকান ছাড়া অন্য সব দোকান বন্ধ থাকবে।” তিনি আরও জানান আগামী সোমবার থেকে সাতদিন বন্ধ থাকবে একটিয়াশাল বাজার, হায়দারপাড়া বাজার এবং সুভাষপল্লী বাজার। সেইসাথে জনসমাগম হয় এমন জায়গায় কড়াকড়ি করবার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।পরিস্থিতি কোনদিকে এগোয় তা দেখে আগামীদিনে লকডাউন হবে কি হবে না সেটা সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান পর্যটনমন্ত্রী।