নিজস্ব প্রতিবেদক : অবতক খবর :    মঙ্গলবার সকালে বর্ধমানের লোকো আমবাগান এলাকায় বাড়ির পাশে মাঠে খেলার সময় নিখোঁজ হয় তারা। তাদের নাম কৃষাণ বাল্মীকি। বয়স ১০ বছর। অপর শিশুর নাম কুশ রাও। বয়স ৮ বছর। পরিবারের লোক অনেক খোঁজাখুঁজি করেও তাদের না পেয়ে বুধবার বর্ধমান থানায় অভিযোগ করে। একইসঙ্গে দুটি শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধোঁয়াশার মধ্যে পরিবারের লোকজন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালের একসঙ্গে বাড়ির পাশে লোকো মহিলা সমিতির মাঠে খেলতে যায় তাঁরা। কিছুক্ষন পর বাড়ি এসে পোশাক বদলায় কৃষাণ। তখন তার বাবা তাকে নানীর বাড়ি থেকে সবজি আনতে পাঠায়। তারপর সে আর বাড়ি আসেনি। অন্য দিকে, কৃষাণ এর প্রতিবেশী কুশও এদিন তার সঙ্গে খেলতে গিয়েছিল।

কুশের পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালের কৃষাণ খেলার জন্য ডাকতে আসে কুশকে। তখন সে ঘুমছিল। তাকে ডেকে নিয়ে গিয়ে একসঙ্গে মাঠে খেলতে যায় তারা। কিন্তু, তারপর বাড়ি ফেরেনি সে।

কৃষাণ ও কুশ দুজনেই স্থানীয় লোক শিবমন্দির স্কুলে তৃতীয় শ্রেণী ছাত্র। তারা বেশিরভাগ সময়ই একসঙ্গে খেলাধুলা করতো। সকালে খেলতে গিয়ে ঘন্টা দুয়েক পরেই ফিরে আসতো। কিভাবে তারা নিখোঁজ তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। তবে অন্যদিনের থেকে অনেক সকালেই তারা খেলতে গিয়েছিল বলে পরিবারের লোক জানিয়েছে। কৃষাণ এর পরনে ছিল জিন্সের প্যান্ট ও হাফ হাতা গেঞ্জি। কুশের পরনে ছিল হাফ প্যান্ট ও আকাশি রঙের গেঞ্জি।