অবতক খবর,৭ আগস্ট,জলপাইগুড়ি: প্রায় ৬ মাস যাবত কমিশনের কোন টাকাই পাচ্ছেন না। এই সংক্রান্ত একগুচ্ছ দাবি নিয়ে শুক্রবার জলপাইগুড়ি খাদ্য ভবনে স্মারকলিপি প্রদান করল ওয়েস্টবেঙ্গল এম.আর.ডিলার আ্যসোসিয়েশনের জলপাইগুড়ি শাখার প্রায় ৩০০ জন রেশন ডিলার।
আ্যসোসিয়েশনের তরফে জানানো হয়, বিগত কিছুদিন পূর্বে সরকারি আদেশনামা অনুযায়ী ইপিওএস মেশিনের মাধ্যমে সম্পূর্ণ রূপে অনলাইন পদ্ধতিতে রেশন বন্টনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই আদেশনামা কার্যকরী করতে গিয়ে ডিলাররা এবং জনগণ সাধারণভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সার্ভারে সমস্যা থাকার কারণে জনগণকে অনেক সময় দীর্ঘক্ষণ রৌদ্রে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
ওয়েস্টবেঙ্গল এম আর ডিলার অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি শাখার সম্পাদক নীলমণি লাহিড়ী বলেন, রেশন বিলি চলাকালীন ইপিওএস মেশিনে মাঝেমধ্যেই এরর দেখাচ্ছে। ফলে গ্রাহকরা মনে করছেন তারা ঠিকভাবে কাজ করতে পারছে না। এসকল সমস্যার সমাধানে এদিন এই স্মারকলিপি বলে জানা গিয়েছে।
জলপাইগুড়ি খাদ্য দপ্তরের সাব ডিভিশনাল কন্ট্রোলার অজয় মিশ্র বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।