অবতক খবর,৩ আগস্ট,জলপাইগুড়ি: অভিষেক ব্যানার্জির ওপর ত্রিপুরায় বর্বোরচিত হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ আন্দোলনে উত্তাল হল জলপাইগুড়ি শহর। মঙ্গলবার দুপুরে তৃণমূলের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিল নিয়ে বিজেপির জেলা কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল নেতা কর্মীরা ভাঙচুর করে, বলে অভিযোগ। দলের জেলা যুব সভাপতি সৈকত চ্যাটার্জির নেতৃত্বে চলে এই বিক্ষোভ আন্দোলন। বিক্ষোভের মধ্য দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কুশপুত্তলিকা পোড়ানো হয়।
সৈকত চ্যাটার্জি বলেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর যেভাবে লাঠিসোটা নিয়ে বিজেপির গুণ্ডাবাহিনী হামলা চালিয়েছে তাতে স্পষ্ট হয়ে গেছে সেখানে আইনের অনুশাসন নেই। গণতন্ত্র নেই সেখানে। ত্রিপুরার মানুষ এখন পরিবর্তন চাইছেন। সেখানকার মানুষ মমতা ব্যানার্জিকে চাইছেন।