অবতক খবর,৬ সেপ্টেম্বর: বিগত ৪০-৫০ বছরেও রাস্তা হয়নি এমনই অভিযোগ ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকার বাসিন্দাদের।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ ১৫১ মিটার রাস্তা শুভ উদ্বোধন করলেন এলাকার স্থানীয় পঞ্চায়েত সদস্যা অনন্দিতা রায় বর্ধন।
এলাকাবাসী জ্যোতি দাস ওরফে জুয়েল দাস জানান, এলাকার স্থানীয় পঞ্চায়েত সদস্যকে অসংখ্য ধন্যবাদ। বিগত ৪০-৫০ বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন পঞ্চায়েতের সদস্য সদস্যরা এসেছেন, কিন্তু কেউই এই রাস্তার করেননি। তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি আজ এই রাস্তা নির্মাণ করেছেন। ইসলামপুর শহর লাগোয়া এই অঞ্চল তবুও দীর্ঘদিন ধরে এই অঞ্চলে কোনো উন্নয়ন হয়নি। তাই এই রাস্তা পেয়ে এলাকাবাসী ও গ্রামবাসী যথেষ্ট খুশি। পঞ্চায়েত সদস্যা্য স্বামী তথা প্রতিনিধি বরুণ বর্ধন জানান, এলাকায় দীর্ঘদিন বাম আমলে এই পঞ্চায়েত দখল ছিল। কিন্তু এই রাস্তা কখনো নির্মাণ করা হয়নি। আমরা পঞ্চায়েত গঠন করার পর সাধারণ মানুষকে কোন রকম প্রতিশ্রুতি না দিয়ে ক্ষমতায় এসেছি। তবে তাদেরকে বলিনি কখনোই রাস্তা বানাবো।কিন্ত আজ রাস্তা বানিয়ে দিতে পেরে খুবই খুশি ও আনন্দ অনুভব করছি। এই ১৫১ মিটার রাস্তা তৈরি করা হয়েছে ইসলামপুর গ্রাম পঞ্চায়েত নতুন পাড়া এলাকায় বিহার বাংলা সীমান্ত লাগোয়া এই রাস্তা। বিজেপি পরিচালিত এই গ্রাম পঞ্চায়েত। ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য অনিতা রায় বর্ধন জানান এ রাস্তা নির্মাণ করতে পেরে খুব খুশি হয়েছি এই কংক্রিটের রাস্তা দীর্ঘদিন ধরে এলাকার লোকের দাবি ছিল। রাস্তা কেউই নির্মাণ করে নি। তবে রাস্তা নির্মাণ হওয়া এলাকাবাসী ও সাধারন মানুষ খুবই খুশি।