অবতক খবর, হালিশহরঃ হালিশহর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বলদেঘাটা সংলগ্ন বৈদ্যপাড়া ঘাটে তিনদিন ধরে চলছিল পিঠে পুলি উৎসব। কিন্তু গতকাল রাতে কিছু দুষ্কৃতীরা এই পিঠে পুলি উৎসবে আগুন লাগিয়ে দেয়। এমনই অভিযোগ করলেন হালিশহরের বিজেপি নেতৃবৃন্দ।বিজেপির অভিযোগ করেছে, শাসকদল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজের সঙ্গে জড়িত।
জানা গিয়েছে, ২৮ তারিখ সেখানে দুঃস্থদের খাওয়ানোর আয়োজন করা হয়েছিল। রাতে যখন সবাই সেখান থেকে চলে যায় তারপরেই অগ্নিসংযোগ করে দুষ্কৃতীরা। আজ ঘটনাস্থলে যান হালিশহর মন্ডল সভাপতি বিশ্বনাথ ধর এবং রাজা দত্ত। সেখানে গিয়ে তারা দেখেন সমস্ত কিছুই পুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে লাগানো অর্জুন সিং, মুকুল রায়, ফাল্গুনী পাত্র, শুভ্রাংশু রায়ের ছবি পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে রাজা দত্ত বলেন, ‘এখন বীজপুরের আইসি দলদাসে পরিণত হয়েছে। এটি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই করেছে। ওরা বিজেপি দলকে ভয় পাচ্ছে। যেহেতু এখন আমাদের সংগঠন মজবুত হচ্ছে, মানুষ আমাদের বিশ্বাস করছেন, সেহেতু শাসক দল আমাদের সংগঠন ভাঙ্গার জন্য এই সমস্ত কাজ করছে।শান্তিপূর্ণভাবে আমাদের এই উৎসব চলছিল, কিন্তু সেখানে অশান্তি সৃষ্টি করতেই তারা এই কাজ করেছে।’ তিনি আরও বলেন,’এটা বাংলার লৌকিক সাংস্কৃতিক উৎসব। তার উপর এই হামলা চালানো ঠিক হয়নি। তাতে বাংলার যে লৌকিক উৎসব তার মান মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।’ এ প্রসঙ্গে হালিশহর মন্ডল সভাপতি বিশ্বনাথ ধর জানান,’মমতা বন্দোপাধ্যায় এর মূলে রয়েছেন তিনি সমস্ত উস্কানি দিচ্ছেন এই সমস্ত কাজ করার। আর পুলিশের মদতেই এই সকল অসামাজিক ক্রিয়াকলাপ দিন দিন বাড়ছে। সুতরাং পুলিশকে জানিয়ে কোন লাভ নেই। আমরা দলীয়ভাবে এর ব্যবস্থা গ্রহণ করব ’ এ বিষয়ে শাসক দলের সাথে কথা বললে তারা জানায় ,এইসকল ভিত্তিহীন অভিযোগ। তৃণমূল কংগ্রেসকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি নেতৃত্ব।