অবতক খবর: লোকসভা নির্বাচনের আগে ‘কারচুপি’ করতে চাইছে বিজেপি। অতীতেও বিজেপির বিরুদ্ধে ইভিএমে কারচুপি করার আশঙ্কা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ওই একই ইস্যুতে ফের একবার গলা চড়ালেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বলেন, ‘ইলেক্ট্রিক মেশিন (ইভিএম) হ্যাক করার নানারকম ব্যবস্থা করছে’।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে জিততে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম হ্যাক করার চেষ্টা করছে বিজেপি! বৃহস্পতিবার এমনই দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির ইভিএম হ্যাক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন,’ ‘‘ওরা (বিজেপি) এখন থেকেই নানা পরিকল্পনা করছে।আমাদের কাছে খবর এসেছে। কিছু প্রমাণ পেয়েছি। কিছু খুঁজছি। ‘ইন্ডিয়া’র বৈঠকে আলোচনা হবে।’’ পাল্টা সরব হয়েছে বিজেপি।
আগামী লোকসভা নির্বাচনে মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করতে জোট বেঁধেছে ২৬ টি বিজেপি-বিরোধী দল। জোটের নাম হয়েছে ‘ইন্ডিয়া’। আগামী ৩১ অগস্ট এবং ১ সেপ্টেম্বর মুম্বইয়ে বিরোধী জোটের পরবর্তী বৈঠক হওয়ার কথা। ওই বৈঠকে যোগ দেওয়ার কথা মমতার। বৈঠকে বিজেপির ‘পরিকল্পনা’ নিয়ে আলোচনা হবে বলে বৃহস্পতিবার জানালেন মুখ্যমন্ত্রী। এর পাল্টা রাজ্য বিজেপির নেতা রাহুল সিংহ বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রচার থেকেই বোঝা যাচ্ছে, মোদীজি ক্ষমতায় ফিরবেন। সেই আশঙ্কাতেই এই ভাবে হ্যাক, হ্যাক করে চিৎকার করছেন।’’