অবতক খবর,৪ জুলাই,মালদা,সানু ইসলামঃ এগিয়ে আসছে পঞ্চায়েত ভোট।গ্রাম দখলের লড়াইয়ে কোমরকোষে ময়দানে নেমেছে সব রাজনৈতিক দল। চলছে প্রচার কর্মসূচি। নিজেদের সংগঠন বৃদ্ধি করার চেষ্টা করছে সব পক্ষ। এবার পঞ্চায়েত ভোটের চারদিন আগে বড়সড় ভাঙন বিরোধী শিবিরে।আজ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কনুয়া ও ইসাদপুর বুথ থেকে বিজেপি এবং কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে স্থানীয় বিজেপির বুথ সভাপতি সহ প্রায় ১৫০ জন কর্মী।যে যোগদান কে নিয়ে উচ্ছ্বসিত শাসক শিবির।রাজ্য সরকারের উন্নয়ন দেখেই যোগদান দাবি যোগদানকারীদের।
আজকের এই যোগদান যোগদানকারীতে উপস্থিত ছিলেন, হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের সভাপতি মোশারফ হোসেন, পঞ্চায়েত সমিতির প্রার্থী তথা হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লক যুব সভাপতি জিয়াউর রহমান,সাধারণ সম্পাদক মাংলুদ্দিন সহ তৃণমূলের কর্মী সমর্থকরা।
পাল্টা কংগ্রেসের দাবি যারা তৃণমূলে যোগ দিয়েছে তারা তৃণমূলের কিছুদিন খেয়ে আবার কংগ্রেসে ফিরে আসবে ও কংগ্রেসকে ভোট দিবে।পঞ্চায়েত ভোটের প্রাক্কালে তুঙ্গে রাজনৈতিক তরজা।