অবতক খবর,১ ফেব্রুয়ারি: গতকাল কাঁচরাপাড়া আলসে বাজার সংলগ্ন এলাকায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন হালিশহর চিত্তরঞ্জনের বাসিন্দা ও বিজেপির বীজপুরের নির্বাচনী আহ্বায়ক নির্মল দে(রাজু)।এই ঘটনায় তিনি সরাসরি তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে বীজপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। যদিও তাঁর অভিযোগ সরাসরি নাকচ করেছেন তৃণমূলের একাধিক নেতৃত্ব।

এই ঘটনা প্রসঙ্গে বীজপুর বিধায়ক তথা বিজেপি নেতা শুভ্রাংশু রায় বলেন,”সাম্প্রতিককালে একের পর এক বিজেপি কর্মী আক্রান্ত হচ্ছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা। গতকাল যিনি আক্রান্ত হয়েছেন রাজু বাবু, তিনি তাঁর অঞ্চলে একাই সংগঠন তৈরি করে ফেলেছেন। শুধু গতকাল নয়,এর আগেও একাধিকবার তাঁকে আক্রান্ত করার চেষ্টা চালানো হয়েছে,এমনকি তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। গতকাল তাঁকে মেরে তাঁর আংটি,চেন,মানিব্যাগ সমস্ত কিছু ছিনিয়ে নেওয়া হয়। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। বরাবরই তাঁর প্রাণ সংশয় ছিল,একথা তিনি পুলিশকেও জানিয়েছিলেন। পুলিশ একটু তৎপর হলে এই ঘটনা ঘটত না। যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে এর প্রভাব আসন্ন নির্বাচনে পড়বে। তবে আমরা গণতান্ত্রিকভাবেই লড়াই চালিয়ে যাব।”

https://www.facebook.com/111477043956266/posts/224393735997929/