অবতক খবর,২৩ নভেম্বরঃ রাস মেলা দেখতে বেরিয়ে ১ বিজেপি কর্মী রহস্য জনক ভাবে নিখোঁজ হয়েছিল। ৭ দিন পরে ওই বিজেপি কর্মীর পচা গলা দেহ উদ্ধার হল পটাশপুর দুই ব্লকের রামচন্দ্রপুর ব্রিজ সংলগ্ন খড়ি জঙ্গলের ভেতর থেকে। যুবকের দেহ উদ্ধার কে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত বিজেপি কর্মীর নাম বিকাশ দে, বয়স ২০।মৃত যুবকের বাড়ি এগরা থানা এলাকার কৈথোড় গ্রামে। জানা গিয়েছে গত ১৬ ই নভেম্বর রাতে পঁচেট রাস মেলা দেখতে বেরিয়েছিল বন্ধুদের সঙ্গে। তারপরে আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকেরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়ার পর কোথাও না পেয়ে শেষে এগরা থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করে। আটদিন নিখোঁজ থাকার পর আজ যুবকের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পটাশপুর থানার পুলিশ।পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। যুবকের মৃত্যুর রহস্য জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

মৃত বিজেপি কর্মীর দাদার দাবি এলায় সক্রিয় বিজেপি কর্মী হওয়ায় কেউবা কারা খুন করেছে তার ভাইকে। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি সুদাম পন্ডিত তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে খুন করা হয়েছে যুবককে। তবে এই অভিযোগের তীর তৃণমূলের দিকে।