অবতক খবর,৯ সেপ্টেম্বর: চোপড়ায় দলবদল অব্যাহত। এবার ১০০ বা ২০০ জন নয়। পুরো গ্রামের মানুষেরা একযোগে বিজেপি, CPIM ছেড়ে তৃণমূলে যোগদান করায় চোপড়া ব্লকের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের হাত মজবুত হলো। বৃহস্পতিবার বিকেলে চোপড়ার তৃনমূল বিধায়ক হামিদুল রহমান, চোপড়ার তৃনমূল ব্লক সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ সুভান্দীগছ গ্রামের মানুষদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে তাদের বরন করে নেন।
মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের সুভান্দীগছ ৬৩ নং বুথের মোট ভোটার ১১০০ উপর। গত বিধানসভা পর্যন্ত এই বুথে তৃণমূল ভোট পেয়েছে সাকুল্যে ১২০ টি। বিজেপির বুথ হিসেবেই পরিচিত ছিল চোপড়া ব্লক জুরে। কিন্তু সময়ের সাথে বদলেছে গ্রামের মানুষের চিন্তাধারা। মানুষ তৃণমূল সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছে। এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখতেই গ্রামের মানুষেরা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে একযোগে আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলে জানিয়েছেন গ্রামের বর্ষীয়ান সদস্য জিতেন্দ্র নাথ বিশ্বাস। তৃণমূল বিধায়ক হামিদুল রহমান বলেন চোপড়া বিধানসভার বিভিন্ন বুথে যোগদান কর্মসূচি চলছে।
আজ সুভান্দীগছ বুথের সবাই তৃণমূলে যোগদান করেন। আমরা তাদের সাদরে গ্রহণ করার পাশাপাশি তাদের পাশে দাঁড়িয়ে সমস্ত রকমের সুবিধা যেন পায় তার আশ্বাস দিয়েছি। কিন্তু যারা দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদের জন্য দলে কোনো জায়গা নেই।