অবতক খবর :: উত্তর দিনাজপুর :: বিজেপি প্রধানের বুথে বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান। ২০২১ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সব রাজনৈতিক দল গুলি বুথ ভিত্তিক সভা শুরু করে দিয়েছে। বড় ধরনের কোন প্রকার সভা কিংবা জমায়েত করা যাবে না লকডাউনের জন্য। সেই মতাবেক রবিবার সন্ধ্যায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ভান্ডার গ্রাম পঞ্চায়েতের অধিন পশ্চিম ভান্ডার প্রাথমিক বিদ্যালয়ে বুথ ভিত্তিক সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। সেখানে ভান্ডার গ্রাম পঞ্চায়েতের প্রধানের বুথের ১৬ টি পরিবার মূখ্যমন্ত্রীর উন্নয়নের সাথে হতে এবং বাংলা এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসে যোগদান করে কালিয়াগঞ্জের বিধায়ক তপণ দেবসিংহের হাত ধরে।
এদিনে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভান্ডার গ্রাম পঞ্চায়েতের কনভেনার উত্তম ঘোষ,ব্লক সভাপতি নিতাই বৈশ্য সহ অন্যান্যরা।এই বুথ বিজেপির শক্তিশালী বুথ এই পালা বদলের ফলে তৃণমূল অনেকটা শক্তিশালী হল বলে জানান ভান্ডার গ্রাম পঞ্চায়েতের কনভেনার উত্তম ঘোষ।